স্বদেশ ডেস্ক:
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন বুধবার অদূর ভবিষ্যতে সৌদি আরব সফরের সম্ভাবনার কথা জানিয়ে বলেছেন যে চলতি বছরই অন্তত আরেকটি আরব দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে।
আজারবাইজানে রাষ্ট্রীয় সফরকালে ইসরাইলের আর্মি রেডিওতে তিনি বলেন, ‘সৌদি আরব সফর বিবেচনায় রয়েছে। তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।’
ইসরাইল ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এবং পরে মরক্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহের বিষয়টি ইসরাইল কখনো গোপন করেনি। তবে সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত এ পথে হাঁটবে না বলে জানিয়েছে।
কোহেন বুধবার বলেন, চলতি বছর অন্তত আরো একটি দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। তবে তিনি বিস্তারিত তথ্য জানাননি।
তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই বলা যায় সৌদি আরবের শত্রু ইসরাইল নয়, শত্রু হলো ইরান।’
সৌদি আরব সম্প্রতি চীনের মধ্যস্ততায় ইরানের সাথে বৈরিতার অবসান ঘটিয়েছে। রিয়াদ-তেহরান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কোহেন বলেন, এ ধরনের ঘটনা ইসরাইলের সাথে ভালোমতোই খাপ খাবে।
তিনি বলেন, ‘এর ফলে ইসরাইলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার ভারসাম্য সৃষ্টির পথে হাঁটতে পারে সৌদি আরব।’
সূত্র : মিডল ইস্ট মনিটর