স্বদেশ ডেস্ক:
খরচ বেড়ে যাওয়ায় নিবন্ধন করেও বাতিল করেছেন প্রায় ৭০০ হজযাত্রী। তারা এ বছর হজে যেতে চান না। এ দিকে দফায় দফায় সময় বাড়িয়েও হজযাত্রীর কোটা পূরণ হয়নি। এখনো প্রায় সাড়ে সাত হাজার হজযাত্রীর কোটা খালি রয়েছে।
সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালনে যাওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন। তবে এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন এক লাখ ৯ হাজার ৬৬০ জন। ফলে এখনো কোটা খালি রয়েছে সাত হাজার ৫০৩টি। সরকারি কোটা খালি থাকায় বেসরকারি ব্যবস্থাপনায় দুই হাজার কোটা ছেড়ে দিলেও শেষ পর্যন্ত সেটিও পূরণ হয়নি।
এ দিকে অস্বাভাবিক হারে খরচ বেড়ে যাওয়ায় এবার শুরু থেকেই হজ নিবন্ধনে যেমন অনীহা ছিল, তেমনি নিবন্ধন করেও শেষ পর্যন্ত হজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৬৭৩ জন। ফলে এখনো কোটা খালি রয়েছে আট হাজার ১৭৬ জনের। গত ১১ এপ্রিল হজের নিবন্ধন বন্ধ করে দিয়েছে সরকার। এ দিকে কোটা খালি থাকায় আবার নিবন্ধন চালুর দাবি জানিয়েছে বেসরকারি এজেন্সি মালিকদের সংগঠন হাব। এ জন্য তারা গত ১৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।