স্বদেশ ডেস্ক:
ঈদ উপলক্ষে মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে প্রথম ফেরি কলমিলতা শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যায়। প্রথম দিন ভোর থেকেই ফেরিতে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় এবং ঈদে যানবাহনের সংকট থাকায় মোটরসাইকেল নিয়ে অনেকে বাড়িতে যান। তখন যাতে তারা নির্বিঘ্নে পদ্মা নদী পারাপার হতে পারেন, তার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। মোটরসাইকেল পারাপারের জন্য আজ সকাল থেকে এ পথে দুটি কে-টাইপের ফেরি চলছে। একেকটি ফেরিতে ১৫০ থেকে ১৬০টি মোটরসাইকেল পার হতে পারবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেরি চলবে। ভাড়া পড়বে ১৫০ টাকা।
তবে চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে। প্রতি ৩ ঘণ্টা পর পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছাড়বে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে।
মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা ও যাত্রী ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে।
গতবছর ২৬ জুন সকাল থেকে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিলে ওই দিন বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হন। পরে ২৬ জুন এক নোটিশের পরিপেক্ষিতে ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও এরমধ্যেই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ।