সোমবার, ২৭ মে ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

সাম্প্রতিক অগ্নিকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাম্প্রতিক অগ্নিকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, সন্ত্রাস’ আছে কি-না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আগুনের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পথ অবলম্বন করছে কি-না, তা তদন্ত করে দেখা উচিত।’

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি সম্প্রতি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র না-কি নাশকতার অংশ, তা খতিয়ে দেখতে বলেন।

তিনি দেশের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি জোরদার করতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে আরো সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে (তাদের প্রতিষ্ঠান) পাহারা দেয়ার ব্যবস্থা করতে হবে। সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন যে- ফায়ার ফাইটাররা যখন আগুন নেভানোর চেষ্টা করছে তখন অগ্নিকাণ্ডের জায়গায় অপ্রয়োজনীয় জমায়েত হওয়া উচিত নয় এবং এই বিষয়ে কোনো বাধার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877