রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন ঢাকা মেডিক্যালে

ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন ঢাকা মেডিক্যালে

স্বদেশ ডেস্ক:

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা হলেন মো: রাসেল (২২), শান্ত (২৪), মো: তৌফিক (২৩), মো: রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)।

অন্যদের মধ্যে একজন ভলান্টিয়ার, একজন দোকান মালিক এবং পাঁচজন দোকান কর্মচারী রয়েছেন। তারা হলেন মো: বায়জিদ (২৫), মো: হাসান (২০), মো: রিমন (২৮), মো: কামাল হোসেন (৩৩), মো: ফিরোজ আলম (৩০), মো: জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।

বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ মার্কেট থেকে আগুনের ঘটনায় ২২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877