স্বদেশ ডেস্ক:
মুখ বন্ধ রাখতে পর্নো তারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে উল্টো ফেঁসে গেলেন সেই স্টর্মি ড্যানিয়েলস।
২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে করা ভুয়া মানহানির মামলায় ট্রাম্পের আইনজীবী বাবদ যে খরচ হয়েছে তা মেটাতেই ড্যানিয়েলসকে এই জরিমানা গুনতে হবে। আর এই খরচ বাবদ প্রায় এক লাখ ২২ হাজার ডলার দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। খবর সিএনএনের।
এক লোক ‘ট্রাম্পের কাছ থেকে সরে দাঁড়াতে’ তাকে ও তার সন্তানকে হুমকি দিচ্ছেন, ড্যানিয়েলস এমন একটি মিথ্যা গল্প ফেঁদেছেন বলে ট্রাম্প অভিযোগ করলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ড্যানিয়েলস। কিন্তু মামলাটি ব্যর্থ হয়।
ড্যানিয়েলস দাবি করেছিলেন, তার আইনজীবী মাইকেল অ্যাভেনাটি তার অনুমতি না নিয়েই মামলাটি করেছিলেন। ক্লায়েন্টদের থেকে চুরির দায়ে অ্যাভেনাটি এখন ফেডারেল কারাগারে আছেন।
২০২২ সালের মার্চে এই দেওয়ানি মামলার খরচ হিসেবে ট্রাম্পকে প্রায় তিন লাখ ডলার দিতে ড্যানিয়েলসকে আদেশ দিয়েছিলেন আদালত। ড্যানিয়েলস এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। আপিলে এই পর্নোস্টার হারলেও জরিমানার পরিমাণ কমেছে।