সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন ১৯ এপ্রিল

আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন ১৯ এপ্রিল

স্বদেশ ডেস্ক:

আগামী ১৯ এপ্রিল,বুধবার আটলান্টিক সিটিতে “নগর সংকীর্তন” অনুষ্ঠিত হবে। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্হিত পৃথিবী বিখ্যাত বোর্ডওয়াকে ওইদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই “নগর সংকীর্তন” অনুষ্ঠিত হবে। বোর্ডওয়াকের শোবোট এর সামনে থেকে শুরু হয়ে বোর্ডওয়াকের মিসিসিপি এভিনিউ পর্যন্ত গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হবে। আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেবেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাস।

উল্লেখ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগে স্বয়ং পুরুষোত্তম ভগবান তিনি এই সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। তাই তিনিই নগর সংকীর্তন আন্দোলনের পিতা। নিগূঢ় প্রেম আর মধুর হরিনামের যে পবিত্র মালাখানি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেছেন তা সবার গলায় পরিয়ে দিয়ে একটি সুন্দর ও শোষণহীন সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠাই এই নগর সংকীর্তনের লক্ষ্য। নগর সংকীর্তন হিন্দু ধর্মের পুরানো ঐতিহ্য , যা বহুকাল ধরেই চলে আসছে। নগর সংকীর্তনের আয়োজকদের পক্ষে আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, দীপক শাহ প্রমুখ প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীদের নগর সংকীর্তনে অংশগ্রহন করে পূণ্যলাভের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877