স্বদেশ ডেস্ক:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু মুসা ছোটন (৩২) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আনোয়ার হোসেনের ছেলে আকিত হোসেন পলাশকে (২২) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল ইফতারের পর ছোটন স্থানীয় বাজারে এক দোকানের সামনে গল্প করছিলেন। তখন প্রতিবেশী চাচাতো ভাই পলাশ তাকে জরুরি কথা আছে বলে ডেকে নিয়ে যায়। পরে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটনকে ছুরিকাঘাত করেন পলাশ। ছোটনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে চাচাতো ভাই পলাশ ছাত্রলীগ নেতা ছোটনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতাকে পলাশকে আটক করে। ছোটনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।’
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শান্তি চাই।’