স্বদেশ ডেস্ক:
দ্বিতীয় দিনে মাঠে নেমেই হোচট খেল বাংলাদেশ, দিনের শুরুতেই বোল্ড হয়ে ফিরেছেন মুমিনুল হক। মার্ক অ্যাডায়ারের শিকার হয়েছেন তিনি, ৩৪ বলে ১৭ করেন মুমিনুল। ৪০ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট হয় আইরিশরা।
জবাবে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার তামিম ইকবাল ফেরেন দিনের শেষ বলে, ম্যাকবির্নির শিকার হন তিনি। ৩৬ বলে ২১ রান করেন তামিম।
টপ অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারিয়ে বিপাকে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে সামাল দেয়ার চেষ্টা করছেন। সাকিব ৫ বলে ৬ ও মুশফিক ১ রানে অপরাজিত আছেন। দলীয় সংগ্রহ ১৫ ওভারে ৫১/৩।