রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ইংরেজি ব্যবহার করলেই লাখ ইউরো জরিমানা!

ইংরেজি ব্যবহার করলেই লাখ ইউরো জরিমানা!

স্বদেশ ডেস্ক:

সরকারি কাজে ইংরেজি ব্যবহার করলেই জরিমানা গুণতে হবে- এমনই আইন আনার প্রস্তাব দিয়েছে ইতালির সরকার। সরকারি কাজে বিদেশী ভাষার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। সেই জন্যই দেশের পার্লামেন্টে প্রস্তাব পেশ করা হয়েছে। ইংরেজি ভাষার ব্যবহারে সঙ্কটে পড়ছে ইতালির ভাষা ও সংস্কৃতি, এমনটাই মত মেলোনির দল ব্রাদার্স অফ ইতালির। ইংরেজি ভাষা ব্যবহার করলে এক লাখ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ গুণতে হতে পারে বলেই খসড়ায় লেখা হয়েছে।

কয়েক দিন আগেই সংসদে খসড়া প্রস্তাব পেশ করে প্রধানমন্ত্রীর দল। সেখানে বলা হয়, ‘সরকারি বা বেসরকারি ক্ষেত্রে বিদেশী ভাষা, বিশেষত ইংরেজি ব্যবহার করলেই জরিমানা গুণতে হবে। সমস্ত ক্ষেত্রে ইতালিয়ান ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক। তা না হলে সর্বোচ্চ এক লাখ ইউরো জরিমানা দিতে হবে।’

প্রস্তাবে আরো বলা হয়, ‘ইংরাজি ভাষার অত্যধিক ব্যবহার আসলে অ্যাংলোম্যানিয়ার সমান। দীর্ঘদিন ইংরেজি ব্যবহারের প্রভাব পড়ে গোটা সমাজেই।’

ইতালিতে বহু বিদেশী সংস্থার অফিস রয়েছে। জানা গেছে, তাদেরও বাধ্যতামূলকভাবে ইতালিয়ান ভাষা ব্যবহার করতে হবে। সম্ভব হলে ওই সংস্থা নামগুলোও ইতালিয়ান ভাষায় অনুবাদ করে নিতে হবে। উল্লেখ্য, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি নিজেই ভাষণ দিতে গিয়ে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করেন। কিন্তু দেশবাসীকে ইংরেজি ব্যবহার থেকে দূরে রাখতে চান তিনি।

আপাতত পার্লামেন্টে পেশ হয়েছে এই বিল। দুই কক্ষে পাশ হলে তবেই এই আইন কার্যকর হবে সারা দেশে। প্রধানমন্ত্রীর মতে, ‘ইংরেজি ভাষা আসলে স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। তাই সরকারি-বেসরকারি নির্বিশেষে সমস্ত সংস্থাকেই দান্তের ভাষা, অর্থাৎ ইতালিয়ান ব্যবহার করতে হবে।’
সূত্র : সংবাদ প্রতিদিন ও সিএনএন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877