সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রথম আলোর সাংবাদিকের জামিন আবেদন

প্রথম আলোর সাংবাদিকের জামিন আবেদন

স্বদেশ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন আবেদন করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার এই জামিনের আবেদন করেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

তিনি বলেন, দুপুরে সাড়ে ১২টার পরে জামিন শুনানি হবে।

এদিকে সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন ফকির বলেন, ১২টায় কোন বিচারকের আদালতে শুনানি হবে তা নির্ধারণ করবেন সিএমএম আদালতের বিচারক রেজাউল করিম চৌধুরী।

এর আগে গত শনিবার (৩০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে সাদা পোশাকে শামসকে তুলে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এরপর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশের একটি দল তাকে আদালতে নিয়ে যায়। এ সময় আদালতে রমনা থানা পুলিশ তাকে আটকে রাখার আবেদন করে। আর শামসের আইনজীবী আবেদন করেন জামিনের। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন। একইসাথে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877