বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাশিয়ায় ক্যাফে বিস্ফোরণ : প্রখ্যাত সামরিক ব্লগার নিহত

রাশিয়ায় ক্যাফে বিস্ফোরণ : প্রখ্যাত সামরিক ব্লগার নিহত

স্বদেশ ডেস্ক:

সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে সুপরিচিত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। একটি বিস্ফোরকে থেকে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়, রোববার স্ট্রিট ফুড বার নম্বর ১-এ বিস্ফোরণে তাতারস্কি নিহত হন। এতে আরো ২৫ জন আহত হয়। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার বেগলভ।

তাতারস্কি হলো ম্যাক্সিম ফমিনের ছদ্মনাম। টেলিগ্রামে তার ফলোয়ার রয়েছে ৫,৬০,০০০। তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী সামরিক ব্লগার। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিতেন।

সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি আংশিকভাবে দখল করা অঞ্চলের ওপর রুশ দখলদারিত্ব ঘোষণা হন্য ক্রেমলিনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শত শতত লোকের সাথে তিনিও উপস্থিত ছিলেন।

সেন্ট পিটার্সবার্গের একটি ওয়েবসাইট জানায়, যে ক্যাফেতে বিস্ফোরণ ঘটে, সেটির একসময়ের মালিক ছিলেন ইউক্রেনে রুশ বাহিনীর সাথে লড়াইকারী ভাড়াটে গ্রুপ ওয়ানারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনে প্রিজোঝিন।

রুশ মিডিয়া জানায়, বেশ কয়েক ব্যক্তির সাথে ক্যাফেতে একটি বৈঠক করছিলেন তাতারস্কি। ওই সময় এক নারী তাকে একটি বাক্স উপহার দেয়। ধারণা করা হচ্ছে, তাতেই বিস্ফোরক ছিল।

আল জাজিরার দোরসা জাব্বারি মস্কো থেকে জানান, ওই সময় ক্যাফেটিতে অন্তত ১০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছিল ‘সাইবার ফ্রন্ট জে মুভমেন্ট।’

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে বেশ কয়েকবার গুলি, বিস্ফোরণ ও গুপ্তহামলা হয়েছে। এগুলোর সাথে যুদ্ধের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877