বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

কোহলির কাছে রোহিত শর্মার হার

কোহলির কাছে রোহিত শর্মার হার

স্বদেশ ডেস্ক:

আরো একবার প্রথম ম্যাচে হার মুম্বাই ইন্ডিয়ান্সের, ২০১২ সালের পর থেকে নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ তারা যেন ভুলতেই বসেছে। এবারো সেই স্বাদ পাওয়া হলো না তাদের, জয়ের স্বাদ থেকে তাদের বিরত রাখলেন বিরাট কোহলি। কোহলির দূর্দান্ত ব্যাটিংয়ে ব্যাটিংয়ে রোববার রোহিত শর্মার দলকে উড়িয়ে দিয়েছে রয়্যাল চেলেঞ্জার ব্যাঙ্গালুরু। ৮ উইকেট হাতে রেখে জয় পেয়েছে তারা।

এদিন টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ৯ ওভারে মাত্র ৪৮ রান আসে তাদের স্কোরবোর্ডে, হারিয়ে ফেলে ৪ উইকেট। রোহিত শর্মা ফেরেন ১০ বলে মাত্র ১ রান করে, ইশান কিষানের ব্যাটে আসে ১৩ বলে ১০ রান। ব্যর্থ ছিলেন সূর্য কুমারও, ১৬ বলে ১৫ রান করেন তিনি। তাছাড়া ৪ বলে ৫ রান আসে ক্যামেরন গ্রিনের ব্যাটে।

অতঃপর দলের হাল ধরেন তিলক ভার্মা, নেহাল ভাদেরার সাথে গড়েন ৩১ বলে ৫০ রানের জুটি। ১৩ বলে ২১ করে নেহাল ফিরলে দ্রুত আরো দুটো উইকেট হারায় মুম্বাই। তবে একপ্রান্ত আগলে খেলতে থাকেন তিলক, আরশাদ খানের সাথে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ২৪ বলে ৪৮ রান। শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন তিলক। মুম্বাই ৭ উইকেটে সংগ্রহ পায় ১৭১ রানের।

১৭২ রানের লক্ষ্য অবলীলায় পাড় করেছে ব্যাঙ্গালুরু। উদ্বোধনী জুটিতেই ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি মিলে যোগ করেন ১৪৮ রান। ৯২ বলের এই জুটি ভাঙে ৪৩ বলে ৭৩ রান করে ডু প্লেসিস আউট হলে৷ তিন নম্বরে নেমে যদিও দীনেশ কার্তিক ফিরেন ০ রানে। তবে ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে ২২ বল থাকতেই জয় নিশ্চিত করে ফেলেন কোহলি।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চার-ছয়ের ঝড় তুলে কোহলি ৪৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮৪ রান করে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৩ বলে ১২ রান করে। ১৬.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877