বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

মহাদেবপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৩

মহাদেবপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৩

স্বদেশ ডেস্ক:

নওগাঁর মহাদেবপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত আজাদ চকগোড়া গ্রামের মরহুম মফিজ উদ্দীনের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ তার ছেলে মেহেদী হাসানের নামে কিছু জমি কিনেন। শুক্রবার সকালে সেখানে মাটি ভরাট করছিলেন। পরে বেলা ১১টার দিকে মরহুম জহির উদ্দিনের ছেলে মোহম্মাদ আলী, তার বোন রওশন আরা, স্ত্রী শাহানাজ বেগম, মেয়ে শাপলা খাতুন ও ভাগনা রাব্বানীসহ প্রতিপক্ষের কিছু লোকজন লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের ওপর হামলা চালায়। তাদের মারপিটে আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, নিহত ইউপি সদস্য আবুল কালাম আজাদের লাশ জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877