রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, উদ্ধার ১৭ বাংলাদেশী

ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, উদ্ধার ১৭ বাংলাদেশী

স্বদেশ ডেস্ক:

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। অভিবাসী সঙ্কট নিয়ে নানা সমালোচনার মুখে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সর্বশেষ মারাত্মক জাহাজডুবির পরে ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

রয়টার্স ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ’র বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশীকে দেশটির সিসিলিয়ান শহরের পোজালোতে নিয়ে যাওয়া হয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, রোববার খারাপ আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের নৌকা ডুবে যায়। ওই নৌকায় ৩০ জন অভিবাসী ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলের কাছে একটি জাহাজডুবিতে ৭৬ জনের মৃত্যুর দুই সপ্তাহ না যেতেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।

এর আগে গত শনিবার ভূমধ্যসাগর থেকে ১ হাজার ৩৬৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

প্রতি বছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দী হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সূত্র : রয়টার্স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877