স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের পূর্বাঞ্চলের বাখমুত ও অন্যান্য প্রধান প্রধান শহর-বন্দরে চলমান যুদ্ধে সাফল্য-ব্যর্থতাই নির্ধারণ করবে ইউক্রেনের ভবিষ্যৎ।
সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এলাকায় আক্রমণ করা রাশিয়ান বাহিনীকে পরাজয়েই ভবিষ্যৎ নির্ধারণ করবে ইউক্রেনের।
‘পূর্বাঞ্চলের অবস্থা অনেক জটিল ও বেদনাদায়ক। আমাদের অবশ্যই শত্রু বাহিনীকে পরাজিত করতে হবে এবং আমরা তা করব,’ বলেন তিনি।
বিলোহোরিভকা ও মারিনকা, আভদিভকা ও বাখমুত, বুহলেদার ও কামিয়ানকা’র মতো প্রধান প্রধান যুদ্ধক্ষেত্রগুলোর কথা উল্লেখ করে জেলেনস্কি আরো বলেন, ওইসব স্থানেই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আমাদের ভবিষ্যৎ, সকল ইউক্রেনবাসীর বভিষ্যতের জন্য যুদ্ধ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে থাকা সবার প্রতি আমি কৃতজ্ঞ… কৃতজ্ঞ তাদের প্রতি যারা সম্মুখসারিতে আছে, তারা কখনো হতাশ করে না।’
এদিকে, রাশিয়া বলছে, বাখমুত দখলই পুরো দোনেৎস্ক এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পথ খুলে দেবে।
কয়েক সপ্তাহ ধরে ধ্বংসাত্মক ও রক্তাক্ত যুদ্ধের পর ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা বাখমুত থেকে পিছু হটছে না এবং তারা যুদ্ধ চালিয়ে যাবে।
গত সপ্তাহে ন্যাটো সতর্ক করে বলেছিল যে বাখমুতের পতন সময়ের ব্যাপার মাত্র।
সূত্র : আলজাজিরা