স্বদেশ ডেস্ক:
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারগড় এলাকায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী ট্রাক ও সুনামগঞ্জগামী সিএনজি’র সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিএনজিচালক মো: সইল মিয়া (৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের বারগড় এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।