স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪ দিন পর এক দুবাই প্রবাসীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মনছুর আলী (২৭) একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে।
এলাকাবাসী ও স্বজনদের ধারণা, মনসুর আলীকে হত্যার পর লাশ মাটিচাপা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হলে নিখোঁজ হন তিনি। এসময় তার মোবাইল ফোনও বন্ধ ছিল। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
২ মার্চ মনছুর আলীর বোন বুলু আক্তার লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
লোহাগাড়া থানার এসআই (পরিদর্শক) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাটির নিচ থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সূত্র : ইউএনবি