স্বদেশ ডেস্ক:
২০২৪-২৫ সালের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিনা খরচে আমেরিকায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই শিক্ষা কার্যক্রমের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সোমবার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আমেরিকান সেন্টার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের জন্য আবেদন চেয়েছে। আমেরিকার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই প্রোগ্রাম পরিচালনা করছে। শিক্ষার সব শাখায় শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, বিশেষভাবে শিক্ষার কয়েকটি শাখার ওপর তারা জোর দিতে চায়। এ ছাড়া বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক এবং এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের কর্মকর্তারা এ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকার পাবেন। কারা এ বৃত্তির জন্য যোগ্য হবেন এ বৃত্তির জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্বীকৃত সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। পূর্বে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন। এছাড়া বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি নেননি। (তবে যাঁরা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন) যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোয়েফলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস-এ ন্যূনতম সাত স্কোর থাকতে হবে। আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদনের সময়সীমা: আবেদনকারীদের ১ জুন ১১.৫৯মিনিট (ওয়াশিংটন ডিসি টাইম) পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশে ইউএস দূতাবাসের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে যা যা থাকতে হবে: স্নাতক ও স্নাতকোত্তরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ, তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র (লেটারস অব রেফারেন্স) আপলোড/উপস্থাপন করবেন (সম্ভাব্য প্রার্থীরা অবশ্যই অনলাইন আবেদন সাইটে ‘রিকোমেন্ডার রেজিট্রেশন’ বাটনের মাধ্যমে নিজ নিজ সুপারিশকারীদের নিবন্ধন করবেন)। অনলাইন আবেদন সাইটে একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির পূরণকৃত নিতে হবে। আইইএলটিএসের বৈধ স্কোর।