রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
চীনের মতো শক্তিশালী, শৃঙ্খলাপরায়ণ শত্রু দেখিনি! মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থীর

চীনের মতো শক্তিশালী, শৃঙ্খলাপরায়ণ শত্রু দেখিনি! মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থীর

স্বদেশ ডেস্ক:

চীনের মতো শক্তিশালী এবং অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ শত্রু আগে কখনো দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এমনই মন্তব্য করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি।

শুক্রবার রিপাবলিকান দলের বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানে আমেরিকার পররাষ্ট্রনীতির উপর আলোকপাত করতে গিয়ে চীনের প্রসঙ্গ টেনে আনেন হ্যালি। তখনই তিনি বলেন, ‘আমেরিকাকে যে সব দেশ ঘৃণা করে, সেই সব দেশকে আর্থিক সহযোগিতা করা উচিত নয়।’

ওই সভায় গুপ্তচর বেলুনের প্রসঙ্গও তুলেছেন হ্যালি। সম্প্রতি আমেরিকার আকাশে এক ধরনের বেলুন দেখা গিয়েছিল। আমেরিকা দাবি করে, চরবৃত্তির জন্যই এগুলো ব্যবহার করছে চীন। অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। এই ঘটনা যে দেশের পক্ষে অত্যন্ত অস্বস্তির তা-ও বলেছেন হ্যালি। তার কথায়, ‘কোনো দিন ভাবিনি, আকাশের দিকে তাকিয়ে চীনের গুপ্তচর বেলুন দেখতে হবে আমেরিকাবাসীদের। আর চীনের গুপ্তচর বেলুন দেখবে আমাদের! এটা সত্যিই দেশের জন্য একটি বড় অস্বস্তির বিষয়।’

হ্যালি জানিয়েছেন, আমেরিকার মাটিতে চিনের একাধিক সংস্থা কাজ করে চলেছে। কিছু কিছু আবার সেনাঘাঁটির খুব কাছেই। এ প্রসঙ্গে তার প্রশ্ন, কী করে এই চীনকে এত সুযোগ দিচ্ছে জো বাইডেনের সরকার? হ্যালির কথায়, ‘আমরা কী করছি? কেন এক শত্রুকে আমাদের দেশে জমি কেনার সুযোগ দিচ্ছি?’ প্রত্যকটি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দেয়া উচিত, হয় তারা চীনের অর্থ নিক, না হয় আমেরিকার। দু’নৌকায় পা দিয়ে চলা যাবে না বলেও মন্তব্য করেছেন হ্যালি।

একটি নতুন আমেরিকা গড়ে তুলতে চান হ্যালি। যে আমেরিকা হবে আরো মজবুত। আরো সতর্ক। তার কথায়, ‘প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে সামিল হওয়ার একটাই কারণ, আমি এমন এক আমেরিকা গড়ে তুলতে চাই, যে আমেরিকা দুর্বল হবে না, বরং আরো মজবুত হবে। যার জন্য আমরা গর্ববোধ করব।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877