স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটর শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
বিজ্ঞপ্তিতে দৈনিক দিনকাল বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।
নেতৃবৃন্দ বলেন, এই অবৈধ সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারো প্রমাণিত হলো। দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধীদলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে। বিরোধীদলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।
‘এই অবৈধ সরকারের সকল অপকর্ম, বিরোধীদলের ওপর দমন, নিপীড়ন, হত্যা, গুম, খুন ও সকল অপকর্মের সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দিনকাল সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
নেতৃবৃন্দ বলেন, মাত্র কয়েক দিন আগেই ১৯১টি অনলাইন বন্ধ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে।
নেতৃবৃন্দ অবিলম্বে দিনকালের বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।