বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

কিশোর গ্যাং ‘আতঙ্ক’র দলনেতা আসিফসহ গ্রেপ্তার ২

কিশোর গ্যাং ‘আতঙ্ক’র দলনেতা আসিফসহ গ্রেপ্তার ২

স্বদেশ ডেস্ক: রাজধানীর মোহম্মদপুরে ‘ফিলিম জিরঝির’ গ্যাংয়ের দলনেতা মহসিন হত্যায় কিশোর গ্যাং ‘আতঙ্ক’ গ্রুপের দলনেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জ ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ‘আতঙ্ক’ গ্রুপের দলনেতা ও মহসিন হত্যা মামলার এজাহার নামীয় ১ নং আসামি আসিফ (১৮)। আর রকি (১৮) হলেন ওই মামলার এজাহার নামীয় ২ নং আসামি।

গতকাল বুধবার বিকেলে মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘আতঙ্ক’ রকি গ্রুপের ছুরিকাঘাতে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র মহসিন (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩জন।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে নিহত মহসিনের বড় ভাই বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার বাকি ১১ আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস জানান, মহসিনকে খুনের সঙ্গে জড়িতরা কিশোর গ্যাংয়ের সদস্য। আধিপত্য বিস্তার ও একটি মেয়েকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটে। গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877