স্বদেশ ডেস্ক:
মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়ার ওপর বেজায় চটেছে ডাচ সরকার। দেশটি গতকাল শনিবার বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিককে নেদারল্যান্ডস ত্যাগের নির্দেশ দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুরো মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই দেশ দুইটির মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুর হয়। এই নিয়ে গতকাল শনিবার নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি জারি করেছে।
রাশিয়ার সঙ্গে বর্তমান এই দ্বন্দ ভয়াবহ পর্যায়ে গেলেও যোগাযোগের জন্য দূতাবাস চালু রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ডাচ এই মন্ত্রী।
এদিকে ডাচ সরকারের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এর জবাব দেবে।