শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

স্বদেশ ডেস্ক:

রাজধানীর গুলশানের হলি আর্টিজন রেস্তোরায় ২০১৬ সালের ১ জুলাই উগ্রবাদীদের হামলার ঘটনার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সিনেমা হলে এবং অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন।

বিচারপতি মোঃ খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

মুম্বাইয়ের পরিচালক হংসল মেহতা পরিচালিত ‘ফারাজ’ সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায়।

সিনেমাটি মুক্তির আগে ওই হামলায় নিহত অবিন্তার মা রুবা আহমেদ অভিযোগ করেছিলেন, তার নিহত মেয়ের প্রাইভেসি লঙ্ঘন করে, পরিবারের কোনো সম্মতি না নিয়ে এবং ভুল তথ্য উপস্থাপন করে এই ‘ফারাজ’ ছবিটি বানানো হচ্ছে। ছবিটির মুক্তি আটকাতে তিনি ভারতের আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু গত বছরের অক্টোবরে দিল্লি হাইকোর্টে একক বিচারপতির বেঞ্চ ‘ফারাজ’ ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

‘ফারাজ’ মুক্তিতে ভারতের আদালত শর্ত আরোপ করে দেন, ছবিটি পর্দায় দেখানোর সময় এই মর্মে একটি ‘ডিসক্লেইমার’ দিতে হবে যে সিনেমাটি ঢাকার উগ্রবাদী হামলার ঘটনার দ্বারা অনুপ্রাণিত হলেও সিনেমাতে তুলে ধরা ঘটনাগুলো ‘সম্পূর্ণ কাল্পনিক’ (পিওর ওয়ার্ক অব ফিকশন)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877