শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

রাশিয়ায় পরিবর্তন আনতে হলে ইউক্রেনকে জিততে হবে : কাসপারভ

রাশিয়ায় পরিবর্তন আনতে হলে ইউক্রেনকে জিততে হবে : কাসপারভ

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার সাবেক দাবা চ্যাম্পিয়ন ও শীর্ষস্থানীয় ক্রেমলিন সমালোচক গ্যারি কাসপারভ শনিবার বলেছেন, রাশিয়ায় গণতান্ত্রিক উত্তরণের ‘পূর্বশর্ত’ হলো ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত হতে হবে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফ্যাসিবাদ থেকে মুক্তি ইউক্রেনের জয়লাভে নিহিত রয়েছে।

কাসপারভ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার গণতান্ত্রিক ভবিষ্যত বিষয়ে একটি প্যানেল আলোচনায় বলেন, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ক্রেমলিন সমালোচকরাও উপস্থিত ছিলেন।

খবর এএফপি’র।

কাসপারভ এক দশক আগে রাশিয়া ছেড়েছিলেন। তিনি বলেন, সামরিক পরাজয় না হলে রাশিয়ার সাম্রাজ্যবাদের পতন হবে না।

তিনি আরো বলেন, ‘যুদ্ধ হেরে যাবে, যখন তারা বুঝতে পারবে যে তারা যুদ্ধে হেরে যাচ্ছে এবং আঞ্চলিক লাভ এবং ক্ষতির বিচার করবে না।’

প্যানেলের অন্যদের মধ্যে ছিলেন সাবেক টাইকুন মিখাইল খোডোরকভস্কি, ক্রেমলিনের প্রতিপক্ষের হাতে নিহত হওয়া বরিস নেমতসভের মেয়ে, অধিকার কর্মী জান্না নেমতসোভা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও রুশ অধিকার সংস্থা ‘মেমোরিয়াল’-এর সহ-প্রতিষ্ঠাতা ইরিনা শেরবাকোভা।

কাসপারভ পশ্চিমাদের কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘ইউক্রেনের জন্য কোনো ব্যয় খুব বেশি নয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877