শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

মেয়র অ্যাডামসের বিরুদ্ধে মানহানির মামলা

মেয়র অ্যাডামসের বিরুদ্ধে মানহানির মামলা

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এনওয়াইপিডি হেইট ক্রাইম ব্যুরোর সাবেক প্রধান জেসিকা কোরি। মঙ্গলবার ম্যানহাটান সুপ্রিম কোর্টে দায়ের করা এই মামলার অভিযোগে বলা হয়, মেয়রের ভিত্তিহীন কথাবার্তায় জেসিকার ব্যক্তিগত এবং পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে মেয়রের কাজে জেসিকা জনসম্মুখে অপমানিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

২০২১ এর অক্টোবর মাসে সাবওয়েতে চলাচলের সময় হেইট ক্রাইমের শিকার হন ইশথার লি নামের এক এশিয়ান অ্যামেরিকান নারী। এরপর এবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে লি বলেছিলেন, ওই ঘটনায় এনওয়াইপিডি হেইট ক্রাইম ব্যুরোর কাছে অভিযোগ জানাতে গেলে তাকে হেনস্তা করেন তৎকালীন ব্যুরো প্রধান জেসিকা কোরি। ২০২২ এর ফেব্রুয়ারি মাসে এক সাক্ষাতকারে মেয়র অ্যাডামসকে এ বিষয়ে প্রশ্ন করেছিলো এবিসি নিউজ।

উত্তরে জেসিকার তীব্র সমালোচনা করেন মেয়র। একইদিন জেসিকাকে ভিন্ন পদে স্থানান্তর করে এনওয়াইপিডি। এর ফলে নিজের ভবিষ্যত কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন জেসিকা কোরি। তার মতে ইশথার লি’র অভিযোগটি তিনি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছিলেন।

কিন্তু ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় ঘটনাটিকে হেইট ক্রাইম হিসেবে বর্ণনায় সম্মত হয়নি। জেসিকার মানহানির মামলাটি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির ল ডিপার্টমেন্টের এক মুখপাত্র। তবে মেয়রের কার্যালয় থেকে এই মামলা সম্পর্কে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877