শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

মেট্রোর ডাউন লাইনে ঘুড়ি, ট্রেন চলছে সিঙ্গেল লাইনে

মেট্রোর ডাউন লাইনে ঘুড়ি, ট্রেন চলছে সিঙ্গেল লাইনে

স্বদেশ ডেস্ক:

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রো ট্রেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।’

শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে উল্লেখ করে নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।’

ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলের উপরে হ্যাঙ্গারের মতো একটি ডিভাইস আছে, যেটি তারের সঙ্গে টাচ করে সামনে যেতে থাকে। এ ছাড়া উপরের তারে ১৫০০ ভোল্টের মতো ইলেক্ট্রিসিটি থাকে। এই ডিভাইসটার মাধ্যমে সেই ডিভাইসটি তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এগিয়ে চলে ট্রেনটি। এই দুটি অংশের মাঝখানটা এতটাই সেনসিটিভ যে এর মাঝে যদি কিছু লেগে থাকে তাহলে স্পার্ক করে আগুন ধরে যাবে। আর আগুন ধরলে সঙ্গে সঙ্গেই ট্রেনটি বন্ধ হয়ে যাবে।

‘বিষয়টি এতটাই সেনসিটিভ যে তারে কোনো কিছু থাকলে আমরা সঙ্গে সঙ্গেই ট্রেনটি বন্ধ করে দেই। আর এটি দেখার জন্য প্রতিদিন আমাদের সুইপিং ট্রেন চালানো হয়,’ যোগ করেন মেট্রোরেলের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। চালুর দুদিন পর ৩১ ডিসেম্বর মেট্রোরেলের ইলেকট্রিক তার এবং রেললাইনের উপরে ফানুস পড়ার ঘটনা ঘটে। এ কারণে ২০২৩ সালের ১ জানুয়ারি মেট্রোরেল চলতে প্রায় ২ ঘণ্টা বিলম্ব হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877