স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কে চলমান তীব্র আবাসন সংকট কমাতে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নিউজার্সি এবং কানেক্টিকাটসহ বিভিন্ন স্টেইটের কাছ থেকে কৌশল ধার করছেন গভর্নর ক্যাথি হোকুল। স্টেইটের আবাসন খাতে গভর্নরের নতুন পরিকল্পনায় উপকূলবর্তী লং আইল্যান্ড থেকে শুরু করে নিউইয়র্ক সিটির ভেতর নির্মানসংশ্লিষ্ট বিধিনিষেধগুলো শিথিলের প্রস্তাব দেয়া হয়েছে।
গভর্নর হোকুলের পরিকল্পনায় নিউইয়র্ক সিটিসহ স্টেইটের শহরগুলোকে নিয়মিত নতুন আবাসন নির্মানের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা পূরণ করতে হবে। সম্প্রতি নতুন আবাসনের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা পূরণের বিষয়টি কার্যকর করেছে ক্যালিফোর্নিয়া। এছাড়া ম্যাসাচুসেট্সের অনুকরণে বাস ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণ কাজের ওপর একাধিক বিধিনিষেধ শিথিলেরও প্রস্তাব দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। পাশাপাশি কানেক্টিকাট এবং নিউজার্সিসহ একাধিক স্টেইটের মতো নিউইয়র্কের কোন শহর তাদের আবাসন নির্মানের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে হোকুলের প্রস্তাব অনুযায়ী, নির্মানকারী প্রতিষ্ঠানগুলো শহর কর্তৃপক্ষের আইন উপেক্ষা করে ওই লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
গভর্নর হোকুলের এই পরিকল্পনা স্টেইট লেজিসলেচারে গৃহীত হলে নিউইয়র্কে নতুন আবাসনের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে রক্ষণশীল ও প্রগতিশীল উভয় ধারার একাধিক রাজনীতিবিদ গভর্নরের এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন। রক্ষণশীলদের দাবি, এর ফলে স্থানীয় সরকারের ক্ষমতা কমে যাবে।
আর প্রগতিশীলদের মতে, এই পরিকল্পনা স্টেইটের নিম্ন আয়ের মানুষদের কোন উপকারে আসবে না। গত ডিসেম্বরে অলাভজনক প্রতিষ্ঠান রিজিওনাল প¬্যান অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী, ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রাখতে চাইলে আগামী দশ বছরে নিউইয়র্কজুড়ে কমপক্ষে ৮১৭,০০০ নতুন আবাসন নির্মান করতে হবে।