স্বদেশ ডেস্ক:
অস্ত্রধারী এক ব্যক্তি তিনটি বন্দুক নিয়ে তার সাবেক স্ত্রী ও আরও পাঁচজনকে গুলি করে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ছোট এক গ্রামীন শহরে ঘটেছে এ ঘটনা। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় ভুক্তভোগীদের গুলি করে হত্যা করেছে। এর মধ্যে দুইটি বাড়িতে এবং একটি স্টোরে। দেশটির পুলিশ অভুযুক্ত ৫২ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ এনেছে। অভিযুক্তকে কাউন্টি জেলে রাখা হয়েছে।
তদন্তকারীরা বলেছেন, এরপর বন্দুকধারী তার বাড়ির কাছে গিয়ে আরেক ব্যক্তিকে হত্যা করেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তার সৎবাবা। এ ছাড়া তিনি সেই সময় নিরস্ত্র এক নারীকে হত্যা করেন।
পরবর্তীতে তিনি গাড়ির ভেতরে এক ব্যক্তি ও রাস্তায় আরেকজনকে গুলি করে হত্যা করেছেন। এটি অভিযুক্তদের বাড়ি থেকে তেমন দূরে ছিল না বলে জানান শেরিফ ল্যান্স।