স্বদেশ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে চা-চক্র বৈঠক করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা।
আজ বুধবার সকাল ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে গণফোরামের ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসসির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সুব্রত চৌধুরীসহ কয়েকজন উপস্থিত আছেন।
কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত আছেন।
জানা গেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী প্রসঙ্গসহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, এটি স্রেফ সৌজন্য সাক্ষাত বা চা চক্র। অন্য কিছু নয়।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।