সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

অধিনায়ক কোহলির রেকর্ড

অধিনায়ক কোহলির রেকর্ড

Virat Kohli of India walks off the field at the lunch break during day 4 of the 2nd Test between West Indies and India at Sabina Park, Kingston, Jamaica, on September 2, 2019. (Photo by Randy Brooks / AFP) (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক: জ্যামাইকার কিংসটনে ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটিও ২৫৭ রানে জিতে গেল। ২-০ তেই সিরিজ জয়। বিরাট কোহলিও দারুণ এক রেকর্ড গড়ে ফেললেন। ভারতীয় অধিনায়ক হিসেবে ২৮টি জয় এখন তার। এর আগে ২৭ জয়ের রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির। কোহলি এখন টেস্টে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।

৪৬৮ রানের টার্গেট ছিল। ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে ফেলে ২১০ রানে। প্রথম ইনিংসে তো ১১৭ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা।

সৌরভ গাঙ্গুলীর রেকর্ডটি ভেঙেছিলেন ধোনি। ২১টি টেস্ট ম্যাচ জয় ছিল সৌরভের। তার আগে আজহারউদ্দিন ১৪টি জয় পেয়েছিলেন। কোহলি সবাইকেই ছাড়িয়ে গেলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877