রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
জনগণের আস্থা অর্জন করুন : পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী

জনগণের আস্থা অর্জন করুন : পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আধুনিক সময়ের জন্য নাগরিক সেবার ধারনাকে অগ্রাধিকার দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, যাতে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারে।’

তিনি আরো বলেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন ও অন্যান্য কাজে যায় তখন জনগণের সহযোগিতা অপরিহার্য।

শেখ হাসিনা যেকোনো বিপদের সময় জনগণ যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘সেটা মাথায় রেখে পুলিশকে পেশাদারিত্ব ও সহানুভূতির সাথে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

প্রধানমন্ত্রী এক বছর মেয়াদি এএসপি প্রবেশনার প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পাঁচ সহকারী পুলিশ সুপারের (এএসপি) হাতে পুরস্কার তুলে দেন।

‘শ্রেষ্ঠ শিক্ষানবিশ’ পুরস্কার পেয়েছেন সাকিবুল আলম ভূঁইয়া এবং ‘শ্রেষ্ঠ একাডেমিক পারফর্মার’ হয়েছেন জাহাঙ্গীর কবির। রাসেল রানা ‘বেস্ট শ্যুটার’, সাজ্জাদুর রহমান ‘বেস্ট হর্সম্যানশিপ’ এবং শুভ্র দেব ‘বেস্ট ইন-ফিল্ড পারফর্মার’-এর পুরস্কার লাভ করেন।

এর আগে শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

পুলিশ একাডেমিতে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) আবু হাসান মুহাম্মদ তারিক তাকে স্বাগত জানান।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877