সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

কারারুদ্ধ কাশ্মিরি মানবাধিকার কর্মীর বিশ্বের মর্যাদাপূর্ণ সম্মান লাভ

কারারুদ্ধ কাশ্মিরি মানবাধিকার কর্মীর বিশ্বের মর্যাদাপূর্ণ সম্মান লাভ

স্বদেশ ডেস্ক:

কারারুদ্ধ কাশ্মিরি মানবাধিকার অ্যাক্টিভিস্ট খুররম পারভেজ বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন মানবাধিকার পুরস্কার মার্টি এনালস অ্যাওয়ার্ড জয় করেছেন। তিনি অবশ্য শাদ ও ভেনেজুয়েলার অন্য দুই অ্যাক্টিভিস্টের সাথে এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার ঘোষণাকারী তাদের ‘সাহস, আবেগ ও দৃঢ়প্রত্যয়ের’ প্রশংসা করেন।

অন্য দুই বিজয়ী হচ্ছেন শাদের প্রথম নারী আইনজীবীদের অন্যতম ডেলফিনা জিরাইব এবং ভেনেজুয়েলার এলজিবিটিকিউ লোকদের অধিকার আদায়ে নিয়োজিত ফিলিসিয়ানো রেয়না। বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়।

আগামী ১৬ ফেব্রুয়ারি জেনেভায় পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

তবে জম্মু কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটির প্রতিষ্ঠাতা পারভেজ সম্ভবত অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। তাকে ২০২১ সালের নভেম্বর থেকে ভারত ‘সন্ত্রাসবাদ’ আইনে আটকে রেখেছে। এই আইনে বিচার না করেই অনির্দিষ্টকালের জন্য লোকজনকে আটক রাখা যায়।

পুরস্কার আয়োজকরা জানান, ৪৫ বছর বয়স্ক পারভেজ মাত্র ১৩ বছর বয়স থেকেই অহিংস আন্দোলন চালিয়ে আসছেন।

গত মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী টাইম ম্যাগাজিন পারভেজকে ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় রাখে।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877