স্বদেশ ডেস্ক:
আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। শুরু হচ্ছে চট্টগ্রাম পর্বের খেলা।
ঢাকা পর্ব শেষে দুই দিন বিররতির পর আজ থেকেই মাঠে নামবে দলগুলো। শুরু হবে শিরোপার লড়াই। চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ।
আজ চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। যেখানে মাঠে নামবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে দুপুর ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবেন তারা। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
সময়ের সাথে সাথে আসর জমে উঠেছে। জয়-পরাজয় এখন বড় সমীকরণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও জয়ের মুখ না দেখা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের জন্য। অপরদিকে জয় যথাসম্ভব পয়েন্ট বাড়িয়ে নিতে চাইবে বরিশাল, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম। তবে ঢাকা পর্বে ৪ ম্যাচে ৪ জয় পাওয়া সিলেট স্বস্তিতে থাকলেও চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।
এদিকে ডেভিড মালান, বেনি হাওয়েল, সিকান্দার রাজা, ফজলে হক ফারুকী, মোহাম্মদ নাবির মতো তারকারা বিপিএল ছেড়ে গেলেও বিভিন্ন দলে ফিরছেন পাকিস্তানি পেসার হাসান আলি ও রহস্যময় স্পিনার আবরার আহমেদসহ অনেক ক্রিকেটার। ক্যারাবিয়ান কিছু তারকা ক্রিকেটারও বিভিন্ন দলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।