স্পোর্টস ডেস্ক:
সংকটজনক অবস্থা ফুটবল সম্রাট পেলের। ব্রাজিলিয়ান কিংবদন্তির শরীরে বাসা বাধা ক্যান্সার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে তিনি ব্রাজিলের রিও ডি জেনেইরো’র অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি রয়েছেন।
পেলেকে নিয়ে এবার গণমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। ২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করা ৮২ বছর বয়সি পেলেকে কাতার বিশ্বকাপেরর সময় ২৯ নভেম্বর ফের হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার সঙ্গে ছবি পোস্ট করে পেলে কন্যা লিখেছেন, ‘আমরা লড়াই করে যাচ্ছি, বিশ্বাস রাখছি। আরও একটা রাত বাবার কাছে কাটালাম।’ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় থাকা অসুস্থ বাবাকে জড়িয়ে ধরেছেন কেলি। পেলের নাতনি সোফিয়াও সেখানে আছেন।
এর আগে গণমাধ্যমে দেওয়া একটি পোস্টে কেলি জানিয়েছিলেন, বাবার ভক্তরা যে ভাবে এই কঠিন সময়ে পাশে দাঁড়াচ্ছেন, সেটা তাদের কাছেও এক বিরাট প্রাপ্তি। তিনি লিখেন, ‘আপনাদের ভালোবাসা, আপনাদের বলা গল্প ও প্রার্থনা আমাদের কাছে বড় পাওয়া। কারণ আমরা এর ফলে বুঝতে পারি যে, এই লড়াইয়ে আমরা একা নই।’