স্বদেশ ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিক (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ও আশিক পার্শ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইরফান ও আশিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।