স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি আগামী ৩ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন। পারিবারিক সূত্রে এমনটা জানা গেছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সাথে দুই বছর আগে বাগদান হয়েছে ছয় ফুট ছয় ইঞ্চির এই পেসারের। দুই পরিবারই এখন বিয়ের প্রস্তুতি শুরু করেছে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন শাহিন আফ্রিদি। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আসর। বিয়ের পর তাই খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শাহিন আফ্রিদি।
জিও নিউজের ‘একদিন জিও কে সাথ’ অনুষ্ঠানে ২১ বছর বয়সী শাহিন জানান, ‘আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করতে চাচ্ছিলেন তিনি।’
তিনি বলেন, ‘এটি আমার ইচ্ছা ছিল এবং আলহামদুলিল্লাহ তা এখন পূরণ হচ্ছে।’
সঞ্চালক সোহেল ওয়ারাইচকে লাজুক শাহিন আফ্রিদি বলেন, ‘আমি তার সাথে দেখা করেছি এবং শিগগিরই তার সাথে আবার দেখা করব।’
পাকিস্তানের বোলিং অ্যাটাকের মেরুদণ্ড শাহিন শাহ আফ্রিদি। ২০১৮ সালের এপ্রিলে পাকিস্তান জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্যারিয়ার শুরু করেন তিনি।
সূত্র : জিও নিউজ