মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

কাল শুরু বিপিএল তবে আজও নেই টিকিটের হদিস

কাল শুরু বিপিএল তবে আজও নেই টিকিটের হদিস

স্বদেশ ডেস্ক:

আর মাত্র একদিন তারপরেই উঠছে বিপিএলের একাদশ আসরের পর্দা। তবে এখন পর্যন্ত টিকিট নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি বিসিবি। টিকিটের মূল্য কত কিংবা পাওয়ার উপায় এখনও অজানা। এরই মাঝে আজ (রবিবার) ভোর থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা গেছে ক্রিকেটভক্তদের। পরে টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন।

টিকিটের আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা, বেলা যতই গড়াচ্ছে ততই আকার বাড়ছে সেই লাইনের। তবুও বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট। যে কারণে হতাশাগ্রস্ত দর্শকদের একটি অংশ মিছিল আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন মিরপুর হোম অব ক্রিকেটের সামনে।

ফজরের পর থেকেই টিকিটের জন্য অপেক্ষায় থাকার কথা জানিয়ে এক সমর্থক বলছেন, ‘ফজরের পর টিকিটের জন্য এসেছি। তখন ছিল কয়েকজন, এখন দেখেন কত লম্বা লাইন। টিকিট কখন পাওয়া যাবে কিংবা আদৌ পাব কি না কোনো নিশ্চয়তা নেই।’

বিক্ষুব্ধ কয়েকজন সমর্থকের অভিযোগ, ‘এখানে আসার পর টিকিটের জন্য যোগাযোগ করা হলে বলা হয় অনলাইনে দেবে, এখানে না। কিন্তু ওয়েবসাইটও বন্ধ, একটা জায়গায় তো চালু রাখবে তারা। আড়াইশ-তিনশ পোলাপান ভোর ৪টা থেকে এসে বসে আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877