স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ড কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। এমন আশা করেছিল প্রত্যেক ইংলিশই। বাদ যাননি ইংলিশ ব্যবসায়ী কার্ল বাক্সটেরও। তাই তিনি ‘ইংল্যান্ড কাতার ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন’ এই লেখা সম্বলিত ইংল্যান্ডের ১৮ হাজার জার্সি অর্ডার দিয়ে বানান। এরপর তা ৩০ পাউন্ডেরও কম দামে বিক্রির জন্য ঠিক করেন। প্রত্যাশা ছিল ইংলিশ দর্শকরা এই জার্সি পরেই দেশে ফিরবে। কিন্তু সবই বিফলে গেল তার।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড দল বিদায় নেয়ার ফলে এই জার্সিগুলো এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাক্সটেরের।