স্বদেশ ডেস্ক;
আওয়ামী লীগের অনুরোধে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে গণ-মিছিলের তারিখ পরিবর্তন করতে পারে বিরোধী দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমাদের ধারণা ছিল না। গণ-মিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হতে পারে।’ তিনি আরো বলেন, ‘সহযোগীদের সাথে বৈঠক করে পরের তারিখ জানানো হবে।’
এর আগে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশে দেশব্যাপী গণমিছিলের ঘোষণা দেয় বিএনপি। ২৪ ডিসেম্বর রাজধানীতে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে গত কয়েক দিন ধরেই গণমিছিলের তারিখ পরিবর্তনের কথা বলে আসছেন তারা।
সূত্র : ইউএনবি