রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ৬৫ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে

করোনায় আক্রান্ত ৬৫ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৯০৯ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৫৭ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৬৩৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ নয় হাজার ৭২৫ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ৪২১ জন। আর মারা গেছে এক লাখ ৫৯ হাজার ৬১১ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯২৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৯৬৬ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৬ লাখ তিন হাজার ২২১ জন। মারা গেছে ছয় লাখ ৯০ হাজার ৯০৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877