রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

গাউছিয়া কমিটি নিউইয়র্ক শাখা ইউএসএ’র কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

গাউছিয়া কমিটি নিউইয়র্ক শাখা ইউএসএ’র কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক: গাউছিয়া কমিটি নিউইয়র্ক শাখা ইউএসএ’র কাউন্সিল ও সংবর্ধনা গত ৪ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের ব্রুকলীনে চট্রগ্রাম সমিতি ভবনে অনুষ্ঠিত কাউন্সিলে নিউইয়র্ক শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশে’র চেয়ারম্যান সংবর্ধিত আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার।
কাউন্সিলে গাউছিয়া কমিটি নিউইয়র্ক শাখা ইউএসএ’র সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সেক্রেটারী মোহাম্মদ ইকবাল হোসেইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা সৈয়দ মুহাম্মদ মঈনুল হক। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ মাহবুবুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়াসীম সিদ্দিকী, নাদের আহমেদ ও মুরাদুল আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. মনিরুল হক চৌধুরী, মাওলানা শেখ মুস্তাফা কামাল ও আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আকতারুল আজম ও মোহাম্মদ জাফর সাদেক, দাওয়াত ই খায়ের সম্পাদক মাওলানা শফিউল আলম কোরাইশী, সহ দাওয়াত ই খায়ের সম্পাদক মাওলানা নুর উন নবী ফারুকী, হাফেজ ইফতেখার হোসাইন ও মো. জহির উদ্দিন বাবর, অর্থ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন, সহ অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন টিপু, দপ্তর সম্পাদক মো. ইউসুফ নবী, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পদক মোহাম্মদ আবু সাদেক, সহ প্রচার ও প্রকাশনা সম্পদক মুহাম্মদ বদরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুর আজিজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার মিয়া, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কমিটির মুহাম্মদ ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হায়দার রাসেল, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেল, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ, সহ আইন বিষয়ক সম্পাদক নাজমুল গনি, কার্যকরী সদস্য মোরশেদুর রহমান, এহসানুল করিম, আবুল বশর ভান্ডারী, এলু মিয়া, জামার আহমেদ, আবুল হোসেন, মো. মাহ আলম দিপু, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ নঈম উদ্দিন, মোহাম্মদ রফিক, জামাল আহমদ, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ আজিম, মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ পারভেজ।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : প্রফেসর আবুল কালাম আজাদ, মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, মাওলানা আতাউর রহমান, মোহাম্মদ হানিফ, মাওলানা আয়ূব আনসারী, আলহাজ¦ মুহাম্মদ সেলিম উদ্দিন, কাজী শাখাওয়াত হোসেন আজম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ জালাল উদ্দিন, আনোয়ারুল হক আল কাদরী, মোহাম্মদ জাকারিয়া, হাজী ইসমাঈল শাহ, কবির আহমেদ, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ জয়নাল, মুনির আহমেদ, মোহাম্মদ শাহজাহান সিরাজী, শেখ ফরহাদ সিপিএ, মো. আহসান হাবীব, নজমুল খান ও মোহাম্মদ আবু মালেক।
এদিন বা’দ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলের শুরুেেত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সালাতু সাালাম পাঠ করেন হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী।
গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার বিদায়ী সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেইনের সভাপতিত্বে এবং গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার বিদায়ী মহাসচিব আলহাজ¦ মুহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মেহমান গাউছিয়া কমিটি বাংলাদেশে’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, সংগঠনের উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, উপদেষ্টা প্রফেসর আলহাজ¦ আবুল কালাম আজাদ, সংগঠনের কর্মকর্তা মাওলানা আইয়ুব আনসারী, মুহাম্মদ নাদের, হাফেজ মাওলানা ওয়াসীম সিদ্দিকী, মাওলানা মঈনুল হক, মাওলানা শেখ মুস্তাফা কামাল প্রমুখ।
গাউছিয়া কমিটি বাংলাদেশে’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার বলেন, করোনার সময় জীবনের ঝুঁকি নিয়েও গাউসিয়া কমিটি বাংলাদেশ অগনিত মানুষের মরদেহের জানাযা, দাফন-কাফন ও সৎকার সম্পন্ন করেছে। তিনি কুরআন সুন্ন্াহর আনুগত্যে গাউসে পাকের প্রদর্শিত তরীকার অনুস্মরণে জীবন ও সমাজ গড়ার আহ্বান জানান।
বক্তাগণ গাউসিয়া কমিটি বাংলাদেশের সাম্প্রতিক করোনাকালীন সময়ে মানবতার সেবার ভূয়সী প্রসংশা করেন।
জিকির, সালাতু সালাম, ক্বিয়াম, বিশেষ মুনাজাত এবং তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877