স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তরিক নন। দেশটির পাওয়ার গ্রিডে হামলার মাধ্যমে পুতিন এই যুদ্ধকে নৃশংসতার নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনীতিবিদ এই মন্তব্য করেছেন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড রিপোর্টারদের বলেছেন, পুতিন এই যুদ্ধের মাধ্যমে প্রতিটি ইউক্রেনীয়র ঘর অন্ধকার, পানিহীন করে দিয়েছেন। তিনি যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেন নি তা এর মাধ্যমে অর্জন করেছেন।