স্বদেশ ডেস্ক:
বান্দরবানের রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ রবিবার সকালে রুমার প্রাংশা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুইটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গুলিবিদ্ধ দুইটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পরিহিত পোশাক দেখে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলটি রুমা এলাকার হলেও থানচির নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।