সোমবার, ১৭ Jun ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

ঢাবি হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে লিমন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর (ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জগন্নাথ হলের ১০ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এক ছাত্র। পরে তাকে মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়েছেন তা জানা যায়নি।
জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা বলেন, সকাল ১০টার দিকে ওই ছাত্র সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে যান ৷ শব্দ শুনে হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877