স্বদেশ ডেস্ক:
ভারতের পুনের নাভাল ব্রিজ এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। পুনে ফায়ার বিগ্রেড কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
একটি ট্যাংকার বেরক ফেল করে পরপর ৪৮ গাড়িতে ধাক্কা দিলে েএ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পুনে-বেঙ্গালুরু সড়কের নাভালে ব্রিজ এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছ। খবর পেয়ে পুনে ফায়ার বিগ্রেড ও পুনে মেট্রাপলিটন রিজিয়ন ডেভোলপমেন্ট অথোরিটির (পিডিআরডিএ) উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রেক ফেলের কারণে ট্যাঙ্কারটি ৪৮টি গাড়িতে ধাক্কা দেয়। তিনি জানান, ‘বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কত সংখ্যক মানুষ আহত হয়েছেন, তা এখনো জানা যায়নি।’
দুর্ঘটনার কারণে মুম্বাই অভিমুখী ওই সড়কে প্রায় দু‘কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গত শুক্রবারও নাভাল রোড়ে দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছিলেন।
সূত্র : এনডিটিভি