শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

এবার নিয়মিত ৩০০ রান করতে চান মিরাজ

এবার নিয়মিত ৩০০ রান করতে চান মিরাজ

স্বদেশ ডেস্ক:

টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া। ক্রিকেটাররাও সাচ্ছন্দ্যবোধ করেন, ধারাবাহিক সাফল্যও আসে এই ফরম্যাট থেকে। তবে এই ফরম্যাটেও এখনো পুরনো ধাচের ক্রিকেট খেলে বাংলাদেশ। অন্য দলগুলো যেখানে নিয়মিত ৩০০-এর অধিক স্কোর গড়ে, সেখানে ২৫০ থেকে ২৬০ বাংলাদেশের গড় স্কোর।

তবে এখন পুরনো ধারা থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ। নিয়মিত ৩০০ রান সংগ্রহ করতে চায় স্কোরবোর্ডে। বোলারদের লড়াইয়ে পুঁজি এনে দিতে যার বিকল্প দেখছে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সবসময় ২৮০ থেকে ৩০০ রান করতে হবে। তা হলে বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। (২৬০-২৭০ রান করে) ওয়ানডে ক্রিকেটে দেখেন আমরা ভালো ক্রিকেটই খেলছি। অনেক ম্যাচে ৩০০ রানও করেছি।’

রোববার বিসিএলে ম্যাচ সেরা ক্রিকেটার ছিলেন মিরাজ। ৫ উইকেট শিকার করে দলকে পৌঁছেছেন জয়ের বন্দরে। তবে ব্যাটসম্যানদের পারফর্মেন্সে বাকি সবার মতো হতাশ তিনিও। অথচ ভারতের বিপক্ষে বড় সিরিজের আগে বিসিএলের মতো আসরের বিকল্প নেই বলে জানা আছে মিরাজদেরও।

মিরাজ বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ। যেহেতু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে। যেহেতু সবাই অনেকদিন ধরে ওয়ানডের মধ্যে নেই, টি-টোয়েন্টি খেলা হয়েছে। তাই আমার মনে হয়, বিসিএলের মাধ্যমে ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রস্তুতি হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877