স্বদেশ ডেস্ক: কুষ্টিয়া সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বাউলদের উপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ১৯ নভেম্বর নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালন পরিষদ ইউএসএ”র সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও গোপাল সান্যালের পরিচলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈযদ মোহাম্মদ উল্লাহ, শহীদ বুদ্ধিজীবি সন্তান ফাইম রেজা নূর, একুশে চেতনা পরিষদের সভাপতি ড. ওবায়দুল্লা মামুন, সাবেক ছাত্র নেতা সাংবাদিক মুজাহিদ আনছারী, বাচিক শিল্পী জি এইচ আরজু, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র জাসদ সাধারন সম্পাদক নুরে আলম জিকু, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক সনজীবন সরকার, চিত্র শিল্পী জাহিদ শরিফ, বাঙ্গলী ক্লাব ইউএসএ এর সভাপতি দিনেশ মজমদার, সাংস্কৃতিক কর্মী জাকিয়া ফাইম, কম্মুনিটি অ্যাক্টিভিস্ট রনোধীশ বড়ুয়া প্রমুখ।