শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে : চিফ প্রসিকিউটর সাদপন্থী জিয়া বিন কাসিম গ্রেফতার গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ আইএসপিআরের ইতিহাস গড়লো নাসা, সূর্যের কাছাকাছি মহাকাশযান এক দিনের ব্যবধানে সিলেটে ‘ভারতীয় খা‌সিয়াদের গু‌লিতে’ আরেকজন নিহত
নিউইয়র্কের ব্রঙ্কসে যুবলীগের পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের বর্নাঢ্য আয়োজন

নিউইয়র্কের ব্রঙ্কসে যুবলীগের পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের বর্নাঢ্য আয়োজন

স্বদেশ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে নিউইয়র্কের ব্রঙ্কসে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রদান সহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ ও নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাদিকুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি সৈয়দ বসারত আলী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. প্রদীপ রঞ্জন কর ও তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনসুর খান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আবদুল মুহিত।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দীন, যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম নেতা নুরুল ইসলাম, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহিন কামালী, মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন, রিটন সরকার, শিপু চৌধুরী, লায়েক উদ্দীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নিরু পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম, সামাজিক সংগঠক কাজী রবিউজ্জামান এবং পরিবহন মালিক সমিতি নেতা হোসেন আহমেদ মজুমদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শোহান আহমেদ, স্বপন পাটোয়ারী, খোরশেদ আলম, ফজর আলী, শফিকুর রহমান, শামিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারের সিইও বিলাল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বাংলাদেশের আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে একযোগে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে অতিথিদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, কৃষনা তিথি সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শকরা তা প্রাণভরে উপভোগ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877