শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ’র উপদেষ্টা মনোনীত হওয়ায় নিউইয়র্কে সংবর্ধনা সমাবেশে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কাদের মিয়া

‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ’র উপদেষ্টা মনোনীত হওয়ায় নিউইয়র্কে সংবর্ধনা সমাবেশে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কাদের মিয়া

স্বদেশ রিপোর্ট: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া ‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ’র উপদেষ্টা মনোনীত হওয়ায় নাগরিক সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়েছে। ১১ নভেম্বর ব্রুকলিনে ‘লিটল বাংলাদেশ’র রাঁধুনী রেস্টুরেন্টে আয়োজিত নাগরিক সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন চারণকবি বেলাল বেগ। শুরুতে আব্দুল কাদের মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান সেক্টর কমান্ডার ফোরামের যুক্তরাষ্ট্র শাখা, চট্টগ্রাম সমিতি, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি, বাউরিয়া সমিতি, সন্দ্বীপ এসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত সমাবেশে সকলেই রাজনীতিতে কাদের মিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। কাদের মিয়া বলেন, আপনাদের এই ভালবাসা সেবামূলক কর্মকাণ্ডে আমাকে আরও উদ্যমী করবে। আপনাদের দোয়া চাই যাতে জনসেবামূলক কর্মকাণ্ডে বাকিটা জীবন নিয়োজিত থাকতে পারি। সন্দ্বীপের উন্নয়ন-অগ্রগতিতে কিছুটা হলেও অবদান রাখা আমার লক্ষ্য। এজন্যেই ছাত্রলীগের হাত ধরে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। বাকিটা জীবন একই আদর্শে অতিবাহিত করতে চাই। একজন নগন্য কর্মী হিসেবে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন নিষ্ঠার সাথে পালনে সক্ষম হই-এ দোয়া চাচ্ছি সকলের কাছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নেতা কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় এ সময় কাদের মিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সংবর্ধনা সমাবেশের জন্যে গঠিত নাগরিক কমিটির আহবায়ক হাজী জাফর উল্লাহ এবং সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, কম্যুনিটি লিডার মামুনুনুল হক, ইলিয়াস খান, আলহাজ্ব আব্দুল জলিল, সুব্রত তালুকদার, বাহার খন্দকার সবুজ, আবুল হাসান মহিউদ্দিন, নাজি মউদ্দিন, লিটন চৌধুরী প্রমুখ। দিনভর বৃষ্টি সত্বেও সংবর্ধনা সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877